আমি কামরুল ইসলাম রুবেল বলছি। ক্যাবটিভি আল্ট্রা বাংলাদেশে ছয় শতাধিক ক্যাবল অপারেটর ব্যবহার করছে এবং দেশের বাইরে 75+ ব্যবহারকারী রয়েছে, ক্যাবটিভির তৈরী প্রক্রিয়ার সাথে দেশে অথবা বিদেশের কোন ব্যক্তির কোন প্রকার সাহায্য সহযোগিতা নেই, অথবা কেউ এর সাথে জড়িত নয়। তবে ইদানীং কিছু অসাধু ব্যক্তিবিশেষ ক্যাবটিভি এর ক্রাকড ভার্সণ দেশে এবং বিদেশে অবৈধভাবে বিক্রি করছে। তার মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ির জুয়েল হোসেন রনি, ফেনীর দাগনভূইয়ার মাসুদ এবং রুপগঞ্জের রায়হান অন্যতম। এদের বিরূদ্ধে সদ্য জারি হওয়া সাইবার ক্রাইম আইনের আ্ওতায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্যাবটিভির তৈরীর প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল এবং এটি তৈরীতে ও বর্তমান পর্যায়ে আসতে প্রায় আট বছর সময় ব্যয় হয়েছে। তাই এর অসাধু ব্যবসায়ের সাথে জড়িত কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়ার কোন সুযোগ নেই। যারা ক্যাবটিভি অসাধু প্রক্রিয়ায় ক্রয় করে ব্যবহার করছেন তারাও উক্ত আইনের আ্ওতায় সমানভাবে অপরাধী। তাই কোন প্রকার অসদুপায় অবলম্বন করে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা গেল।
ক্যাবটিভির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ www.fb.com/cabtvbd
ক্যাবটিভির ডাউনলোড লিংক
অন্য যে কোন উৎস থেকে ডাউনলোডকৃত ক্যাবটিভি অবৈধ হিসেবে বিবেচিত হবে। এবং ক্যাবটিভির কোন ফাইল বা অংশবিশেষ কোথা্ও আপলোড করাও অবৈধ।
ক্যাবটিভি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন : 01760002332
ক্যাবটিভির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ www.fb.com/cabtvbd
ক্যাবটিভির ডাউনলোড লিংক
অন্য যে কোন উৎস থেকে ডাউনলোডকৃত ক্যাবটিভি অবৈধ হিসেবে বিবেচিত হবে। এবং ক্যাবটিভির কোন ফাইল বা অংশবিশেষ কোথা্ও আপলোড করাও অবৈধ।
ক্যাবটিভি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন : 01760002332
save ki vabe kare
ReplyDeleteHi
ReplyDeleteসালাম কালাম দিয়া সুরু করলে ভালো হয়। আমি কামরুল ইসলাম রুবেল বলছি।
ReplyDelete