Saturday, 3 January 2015

cBill এর ২০১৫ সালে কিভাবে নতুন ডাটা তৈরী করবেন।

[পোষ্টটি পিসি থেকে দেখার চেষ্টা করুন। একটু সময় নিন যাতে প্রতিটি ইমেজ লোড হতে পারে। ইমেজগুলো হাই রেজুলেশনে দেখতে হলে এগুলোর উপর ক্লিক করুন]  

cBill এ প্রতিবছরের জানুয়ারীতে সেই বছরের জন্য ডাটা ম্যানুয়ালি তৈরী করে নিতে হবে। এবং এই বিষয়টি মাত্র এক ক্লিকেই করার ব্যবস্থা রাখা হয়েছে। এটি করার জন্য ক্লায়েন্ট এন্ট্রি পেজে যান। এবারে এন্ট্রি এবং সার্চের মাঝখানের জায়গাটিতে ডাবল ক্লিক করুন।



নিচের মত পেজে সিবিল এর হিডেন কন্ট্রোল ওপেন হবে,   প্রদর্শিত বক্সটিতে year লিখে পাশের Create 2015 data বাটনে ক্লিক করুন। একটি ম্যাসেজ দেখিয়ে সকল ডাটা তৈরীর প্রক্রিয়া শুরু হবে।



 ধরুন আপনার ১০০০ গ্রাহক রয়েছে তাহলে এই ক্লিকের মাধ্যমে সকল গ্রাহকের জন্য ১০০০ x ১২ = ১২০০০ (বারো হাজার) ডাটা তৈরী হবে। সুতরাং এই প্রক্রিয়াটি বেশ সময় নিবে। এ অবস্থায় পিসি বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ডাটা তৈরী হয়ে গেলে ম্যাসেজ দিয়ে কনফার্ম করবে।




 এবারে পেমেন্ট পেজে গিয়ে শো ডাটা বক্সে ২০১৫ উল্লেখ করে দিন। ব্যাস এক বছরের জন্য ঝামেলা মুক্ত।


নোট : সিবিলের ১.৪৩ ভার্সণে একটি বাগ খুজে পাওয়া গেছে, আর তা হল ক্লায়েন্টস বিল কপিতে শুধুমাত্র জানুয়ারী মাসের জন্য কোন মাসের নাম উল্লেখ থাকেনা। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। আশা করি অচিরেই সমাধান করে দেয়া হবে।

2 comments: