Saturday, 29 October 2016

ক্যাবটিভি এর ব্যবহার এবং বিপণন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Notice about CabTV Ultra)

আমি কামরুল ইসলাম রুবেল বলছি। ক্যাবটিভি আল্ট্রা বাংলাদেশে ছয় শতাধিক ক্যাবল অপারেটর ব্যবহার করছে এবং দেশের বাইরে 75+ ব্যবহারকারী রয়েছে, ক্যাবটিভির তৈরী প্রক্রিয়ার সাথে দেশে অথবা বিদেশের কোন ব্যক্তির কোন প্রকার সাহায্য সহযোগিতা নেই, অথবা কেউ এর সাথে জড়িত নয়। তবে ইদানীং কিছু অসাধু ব্যক্তিবিশেষ ক্যাবটিভি এর ক্রাকড ভার্সণ দেশে এবং বিদেশে অবৈধভাবে বিক্রি করছে। তার মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ির জুয়েল হোসেন রনি, ফেনীর দাগনভূইয়ার মাসুদ এবং রুপগঞ্জের রায়হান অন্যতম। এদের বিরূদ্ধে সদ্য জারি হওয়া সাইবার ক্রাইম আইনের আ্ওতায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্যাবটিভির তৈরীর প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল এবং এটি তৈরীতে ও বর্তমান পর্যায়ে আসতে প্রায় আট বছর সময় ব্যয় হয়েছে। তাই এর অসাধু ব্যবসায়ের সাথে জড়িত কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়ার কোন সুযোগ নেই। যারা ক্যাবটিভি অসাধু প্রক্রিয়ায় ক্রয় করে ব্যবহার করছেন তারাও উক্ত আইনের আ্ওতায় সমানভাবে অপরাধী। তাই কোন প্রকার অসদুপায় অবলম্বন করে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা গেল।

ক্যাবটিভির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ www.fb.com/cabtvbd
 ক্যাবটিভির ডাউনলোড লিংক

অন্য যে কোন উৎস থেকে ডাউনলোডকৃত ক্যাবটিভি অবৈধ হিসেবে বিবেচিত হবে। এবং ক্যাবটিভির কোন ফাইল বা অংশবিশেষ কোথা্ও আপলোড করাও অবৈধ।

ক্যাবটিভি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন : 01760002332

Saturday, 3 January 2015

cBill এর ২০১৫ সালে কিভাবে নতুন ডাটা তৈরী করবেন।

[পোষ্টটি পিসি থেকে দেখার চেষ্টা করুন। একটু সময় নিন যাতে প্রতিটি ইমেজ লোড হতে পারে। ইমেজগুলো হাই রেজুলেশনে দেখতে হলে এগুলোর উপর ক্লিক করুন]  

cBill এ প্রতিবছরের জানুয়ারীতে সেই বছরের জন্য ডাটা ম্যানুয়ালি তৈরী করে নিতে হবে। এবং এই বিষয়টি মাত্র এক ক্লিকেই করার ব্যবস্থা রাখা হয়েছে। এটি করার জন্য ক্লায়েন্ট এন্ট্রি পেজে যান। এবারে এন্ট্রি এবং সার্চের মাঝখানের জায়গাটিতে ডাবল ক্লিক করুন।



নিচের মত পেজে সিবিল এর হিডেন কন্ট্রোল ওপেন হবে,   প্রদর্শিত বক্সটিতে year লিখে পাশের Create 2015 data বাটনে ক্লিক করুন। একটি ম্যাসেজ দেখিয়ে সকল ডাটা তৈরীর প্রক্রিয়া শুরু হবে।



 ধরুন আপনার ১০০০ গ্রাহক রয়েছে তাহলে এই ক্লিকের মাধ্যমে সকল গ্রাহকের জন্য ১০০০ x ১২ = ১২০০০ (বারো হাজার) ডাটা তৈরী হবে। সুতরাং এই প্রক্রিয়াটি বেশ সময় নিবে। এ অবস্থায় পিসি বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ডাটা তৈরী হয়ে গেলে ম্যাসেজ দিয়ে কনফার্ম করবে।




 এবারে পেমেন্ট পেজে গিয়ে শো ডাটা বক্সে ২০১৫ উল্লেখ করে দিন। ব্যাস এক বছরের জন্য ঝামেলা মুক্ত।


নোট : সিবিলের ১.৪৩ ভার্সণে একটি বাগ খুজে পাওয়া গেছে, আর তা হল ক্লায়েন্টস বিল কপিতে শুধুমাত্র জানুয়ারী মাসের জন্য কোন মাসের নাম উল্লেখ থাকেনা। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। আশা করি অচিরেই সমাধান করে দেয়া হবে।

Tuesday, 2 April 2013

ক্যাবলটিভি সফটওয়্যার ডাউনলোড (আপডেট ২৩ জানুয়ারী/২০১৪)

CabTV 3.45 Download
ক্যাবলটিভি প্লেয়ার (অটোমেশন) ক্যাবটিভির আপডেট ভার্সন ৩.২৮ ডাউনলোড লিংক
http://www.mediafire.com/file/pwwb7lsafdq8kd0/CabTV+Ultra+345.zip

cBill 1.38 Download
ক্যাবলটিভি বিলিং সিস্টেম সিবিল এর আপডেট ভার্সণ ১.৩৮ ডাউনলোড লিংক
http://www.mediafire.com/download/sz01j4a0riu8jdv/cBill+138_net.zip

Tuesday, 29 January 2013

ক্যাবটিভির বাংলা ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করুন

(১) ক্যাবটিভি সেটআপ
 
(২) মুভি সেটআপ 
(৩) ট্রান্সমিশন কন্ট্রোলার 
(৪) কুইক টেক্সট 
(৫) ব্যানার বিজ্ঞাপণ 
(৬) লোগো 
(৭) এল-শেপ বিজ্ঞাপণ 
(৮) স্পেশাল ডে লোগো 
(৯) সুইস ম্যাক্সে ব্যানারের টপ অংশ তৈরী 
(১০) ফটোশপে ব্যানারের স্ক্রল অংশ তৈরী 
(১১) পাঁচ ওয়াক্তের আজান
(এই ফাইলগুলো FLV ফরম্যাটে mediafire একাউন্টে আপলোড করা আছে। KMPlayer দিয়ে ভিডিওগুলো দেখতে সুবিধা হবে।) 
ক্যাবটিভির সাথে সম্পৃক্ত সফটওয়্যার সমূহ ডাউনলোড করুন
(০১) বিজয় বায়ান্নো  [এক্সপি+ উইন্ডোজ 7 সাপোর্টেড]
(০২) সুইস ম্যাক্স ৪
(০৩) ফটোশপ ৭
(০৪) এসডব্লিউএফ প্লেয়ার
(০৫) ডিরেক্টশো কোডেক
(০৬) এসিথ্রি অডিও কোডেক [সকল ভিডিওর সমান অডিও আউটপুটের জন্য]
(০৭) কেলাইট কোডেক
(০৮) ডিভিডি কনভার্টার
(০৯) ওয়েবএম কনভার্টার
(১০) সাউথনিক এসডব্লিউএফ ইজি
(১১) ফরম্যাট ফ্যাক্টরি
(১২) ফ্ল্যাশ মেকার